প্রিন্ট করুন প্রিন্ট করুন

রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৮১.৬০

প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন। গতকাল দুপুরে একযোগে এই ফল প্রকাশ হয়।

গত বছর বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। সেবার জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৪০০ ছাত্রী এবং ১৪ হাজার ৪০০ ছাত্রসহ মোট জিপিএ-৫ পেয়েছিল ৩২ হাজার ৮০০ জন। এক বছরের ব্যবধানে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফল বিবরণী বিশ্লেষণে দেখা গেছে, এইচএসসিতে এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ৪৩২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৭০০ জন।

এ বছর মধ্যে পাস করেছে ১ লাখ ৩ হাজার ৩৮৫ জন। পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। এর মধ্যে ৭৭ দশমিক ৭৭ শতাংশ ছেলে এবং ৮৫ দশমিক ৮৯ শতাংশ মেয়ে।

কেবল পাসের হারই নয় জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়েও ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। এ বছর ১১ হাজার ৯৫৭ জন ছাত্রী এবং ৯ হাজার ৮৯৮ জন ছাত্রসহ জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন।

এ বছর বহিষ্কৃত হয়েছে ৫ পরীক্ষার্থী। গত দুই বছর এই সুখ্যা ছিল শূন্য। এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ১৭ হাজার ৫৭৯ জন। এক বিষয়ে অকৃতকার্যের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ। গত বছর এ হার ছিল মাত্র ২ দশমিক ৪৪ শতাংশ। সেবার ৩ হাজার ৫৯৪ জন এক বিষয়ে অকৃতকার্য হয়।

এ বছর বোর্ডে ৭৫১টি কলেজের শিক্ষার্থীর ২০১টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩১টি কলেজ থেকে পাস করেছে শতভাগ শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১৬২টি। এ বছর একজনও পরীক্ষার্থী পাস করেনি এমন কলেজের সংখ্যা ৯টি। গত দুই বছর গত দুই বছর এমন কলেজ ছিল না।

এ বছর একটি কলেজে শূন্য থেকে দশ শতাংশের নিচে পরীক্ষার্থী পাস করেছে। দশ শতাংশের ওপরে থেকে ৫০ শতাংশের নিচে পাসে করেছে এমন কলেজ সংখ্যা এবার ৭৯টি। এছাড়া ৫০ শতাংশের ওপরে থেকে ৯৯ শতাংশ পরীক্ষা পরীক্ষার্থী পাস করেছে এমন কলেজ সংখ্যা এবার ৬৩১টি।