রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বায়োইনফরমেটিকস অ্যান্ড বায়োস্ট্যাটিসটিকস ফর এগ্রিকালচার, হেলথ অ্যান্ড ইনভায়রনমেন্টবিষয়ক চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে ২০ জানুয়ারি। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে বিভাগের অধ্যাপক ড. এম ছায়েদুর রহমান লিখিত বক্তব্যে জানান, কনফারেন্সে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক কেইথ এ ক্যানড্রিল ও জাপানের ইনস্টিটিউট অব স্ট্যাটিসটিক্যাল ম্যাথমেটিকসের অধ্যাপক সান্ত শিয়াগো। এছাড়া বাংলাদেশসহ জাপান, চায়না ও ভারতের ৯ জন গবেষক প্লানারি স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি দেশ-বিদেশের অর্ধশতাধিক সায়েন্টিস্ট ২৩৮টি পেপার উপস্থাপন করবেন।
তিনি আরও জানান, কনফারেন্সের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী সদস্য ড. মখলেসুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।