Print Date & Time : 27 September 2021 Monday 10:06 am

রামেকে একদিনে ২২ জনের মৃত্যু

প্রকাশ: July 22, 2021 সময়- 11:14 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাভাইরাস ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে।মৃতদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন ৭ জন। আর উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে মৃতদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী নয়জন। তাদের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ছয়জন, নওগাঁর দুইজন ও পাবনার চারজন।

হাসপাতালের পরিচালক জানান, করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের একজন ও পাবনার দুইজন। অন্যদিকে উপসর্গ নিয়ে রাজশাহীর ছয়জন, নাটোরের পাঁচজন, নওগাঁর দুইজন ও পাবনার দুইজন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩১ জন রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয়জন। ভর্তি রোগীদের মধ্যে করোনা পজিটিভ ২১০ জন এবং উপসর্গ নিয়ে ২২৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৩৪ জন।