শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনে রাশিয়া যুদ্ধাপরাধ করছে, তাই এর তদন্ত শুরু করতে চায় আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এরই মধ্যে তদন্ত শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে আইসিসি প্রসিকিউটর করিম এএ খান। খবর: দ্য গার্ডিয়ান।
২০০২ সালে নেদারল্যান্ডসের দি হেগে প্রতিষ্ঠিত হয় আইসিসি। সেই থেকে সংস্থাটি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার তদন্ত ও বিচার করে আসছে।
আইসিসি প্রসিকিউটরের কার্যালয়ের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুদ্ধাপরাধ সংগঠিত হচ্ছে বলে বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে। এই তদন্তে ইউক্রেনের যেকোনো এলাকায় যুদ্ধরত যেকোনো পক্ষের সংগঠিত অপরাধ খতিয়ে দেখা হবে। তার কার্যালয় শিগগির এই তদন্ত শুরু করবে বলে জানান তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এই হামলা শুরু করার এক সপ্তাহের কম সময়ের মধ্যে তদন্ত শুরুর সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক আদালত। এক বিবৃতিতে প্রসিকিউটর বলেন, আমি আশ্বস্ত যে, ইউক্রেনে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ উভয়ই ঘটেছে বলে বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে। এছাড়া তিনি জানান, ইউক্রেনে কার্যক্রম চালানোর ক্ষমতা তার কার্যালয়ের রয়েছে, কারণ ২০১৫ সালে ইউক্রেন সরকার আইসিসিকে স্বীকৃতি দেয়। তবে এই আদালত প্রতিষ্ঠিত হয়েছে রোম চুক্তির আওতায়। সেই চুক্তিতে এখনও স্বাক্ষর করেনি ইউক্রেন।
তবু ব্রিটিশ নাগরিক করিম খান বলেন, আমি ইউক্রেনের মাটিতে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি। তিনি সব পক্ষকে ধৈর্যধারণ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আহ্বান জানান। এর আগে
গত বছর ক্রিমিয়া ও দনবাসে প্রাথমিক তদন্ত চালায় আইসিসি।
করিম খান বলেন, আমি এরই মধ্যে আমার সদস্যদের সাক্ষ্য-প্রমাণ সংরক্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছি। এর আগে লিথুয়ানিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর অভিযোগে রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে আইসিসিকে তদন্তের আহ্বান জানায়। লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী ইনগ্রিদা সিমনয়টে বলেন, ইউক্রেনে পুতিন যা করছেন, তা হত্যা ছাড়া কিছু নয় এবং আমি আশা করি তাকে হেগে নেয়া হবে।