প্রিন্ট করুন প্রিন্ট করুন

রিজার্ভ চুরির ঘটনায় ২৩ বিদেশি শনাক্ত: সিআইডি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ব্যাংকটির কয়েকজন কর্মকর্তা ও ২৩ বিদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল শনিবার রাজধানীর সিআইডি কার্যালয়ে বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শাহ আলম।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও ২৩ বিদেশিকে শনাক্ত করা হয়েছে। মূল

হোতাদের বের করার চেষ্টা চলছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আগে ২০১৫ সালের ১৫ মে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনে (আরসিবিসি) পাঁচটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়। পরে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। আর শনাক্ত করা ২৩ বিদেশি টাকা উত্তোলনের কাজ করেছে।

শাহ আলম বলেন, রিজার্ভ চুরিতে জড়িত অভিযোগে শনাক্ত বিদেশি ২৩ নাগরিক ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য লাইনম্যান হিসেবে কাজ করেছে। তারা টাকা উত্তোলন করে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে। তদন্তের সাক্ষ্যপ্রমাণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তা সংগ্রহের জন্য বিদেশি পুলিশ ও তদন্ত সংস্থার সহায়তা চাওয়া হয়েছে। দেশের বাইরে অপরাধী থাকলে বিদেশি পুলিশ ও তদন্ত সংস্থার সহায়তা ছাড়া কিছু করা সম্ভব নয়। এ জন্য সময় লাগছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার চুরি করে নিয়ে যায় হ্যাকাররা, যার ২০ মিলিয়ন নিয়ে যাওয়া হয় শ্রীলঙ্কায় এবং বাকি ৮১ মিলিয়ন ডলার নিয়ে যাওয়া হয় ফিলিপাইনে। ফিলিপাইনের স্থানীয় রিজাল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে এ অর্থ ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন ক্যাসিনোতে। পরে এক ক্যাসিনো মালিকের কাছ থেকে জব্দ করা ১৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার ফেরত দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংককে।