প্রিন্ট করুন প্রিন্ট করুন

রিয়াদের এলইএপি সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

সৌদি আরবের রাজধানী রিয়াদের এলইএপি সম্মেলনের মূল মঞ্চে গত মঙ্গলবার অনুষ্ঠিত মিনিস্ট্রিরিয়াল সেশনে ‘তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দুবাইভিত্তিক পরামর্শক সংস্থা এমকান করপোরেশন সার্ভিসের প্রতিষ্ঠাতা ইসাক অ্যাপলবাউমের সঞ্চালনায় এ প্যানেলে ইন্দোনেশিয়ার সাবেক যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এইচই রুদিয়ানতারা এস স্ট্যাট আলোচনায় অংগ্রহণ করেন। বিজ্ঞপ্তি