প্রিন্ট করুন প্রিন্ট করুন

রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এটি টাইগারদের ওয়ানডে ইতিহাসে উইকেটের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে বাংলাদেশ ৫টি ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছিল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

এদিন শুরুতেই ২৬ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আয়ারল্যান্ড। দলটি এরপর ৬৮ রানে পরপর দুই বলে হারায় ২ উইকেট।

২২ ওভারে তাসকিন আহমেদের করা প্রথম বলে নাসুম আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অ্যান্ডি ম্যাকবিরনি। সেই ওভারের তৃতীয় বলে দলীয় ৭৯ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মার্ক অ্যাডিয়ার।

২৬.২ ওভারে হাসান মাহমুদের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার ঠিক কাছাকাছি তাসকিন আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কার্টিস ক্যাম্পার। তার বিদায়ে ৯৬ রানে নবম উইকেট হারায় আরায়ারল্যান্ড। দশম ব্যাটসম্যান হিসেবে গ্রাহাম হিউমের বিদায়ে ২৮.১ ওভারে ১০১ রানে অলআউট আইরিশরা।

বাংলাদেশ দলের হয়ে হাসান মাহমুদ ৮.১ ওভারে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন। ১০ ওভারে মাত্র ২৬ রানে ৩ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। ৬ ওভারে ২৯ রানে ২ উইকেট নেন পেসার এবাদত হোসেন।

১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক খেলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। আইরিশ বোলারদের হতাশ করে একের পর এক বাউন্ডারি তুলে নেন তারা। ওয়ানডের নবম হাফসেঞ্চুরি করা লিটন ৩৮ বলে ১০টি চারে ৫০ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে ৪১ বলে ৫টি চার ও ২টি চক্কায় ৪১ রানেই অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।