প্রিন্ট করুন প্রিন্ট করুন

রোনালদোর রেকর্ড, ফাইনালে রিয়াল

 

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে ছাড়িয়ে ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ (৬টি) গোলের রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার সঙ্গে গত পরশু আল-জাজিরার বিপক্ষে মাঠে নেমেই গোল করেন গ্যারেথ বেল। তাতেই ২-১ গোলে জিতে টানা দ্বিতীয়বার এ টুর্নামেন্টের ফাইনালে উঠে গেল জিনেদিন জিদানের শিষ্যরা।

আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আল-জাজিরা শিবিরে আক্রমণ চালায় রিয়াল। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক আলি খাসিফের অসাধারণ দক্ষতার কাছে বারবার থেমে যেতে হয়েছিল রিয়াল ফরোয়ার্ডদের। অবশ্য এ সুযোগে স্বাগতিক দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোমারিনিয়ো ম্যাচের ৪৩তম মিনিটে গোল করে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিকে চমকে দেন। কিন্তু এটা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি দলটি। ঠিক দুই মিনিট পর রিয়ালকে সমতায় ফেরান রোনালদো। লুকা মদ্রিচের পাসে এক ডিফেন্ডার ঠেকাতে ব্যর্থ হওয়ায় ডি-বক্সে বল ধরে কোনাকুনি শটে গোল করেন তিনি। এরপর মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি আর কোনো গোল হতে দেয়নি রিয়াল।

বিরতির পর এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েও করিম বেনজেমার ভুলে হচ্ছিল না। তাই ম্যাচের ৮২তম মিনিটে অনেকটা রেগে গিয়ে এ ফ্রান্স ফরোয়ার্ডের বদলি হিসিবে গ্যারেথ বেলকে মাঠে নামান জিদান। ইনজুরি থেকে ফেরা এ ওয়েলস ফরোয়ার্ড এক মিনিট পর দলকে এনে দিলেন লিড। লুকাস ভাসকেজের বাড়ানো বলে দারুণ শটে প্রতিপক্ষের জালে বল দেন জড়িয়ে। তাতেই ২-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বার ক্লাব বিশ্বকাপের ফাইনালে পা রাখল রিয়াল।

আগামীকাল ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের ক্লাব গ্রেমিওর মুখোমুখি হবে রিয়াল। এর আগে গত মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মেক্সিকোর ক্লাব পাচুকাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছিল গ্রেমিও।