প্রিন্ট করুন প্রিন্ট করুন

রোনালদোর হাতে গ্লোব অ্যাওয়ার্ড

 

ক্রীড়া ডেস্ক: চলতি বছরটা স্মরণীয় হয়ে থাকবে তার জন্য। জাতীয় ও ক্লাব ফুটবলের বড় শিরোপা তার হাতেই উঠেছে। বছর শেষ হওয়ার আগেই এবার ক্রিস্টিয়ানো রোনালদো জিতলেন দুবাইয়ের গ্লোব সকার অ্যাওয়ার্ড। একই সঙ্গে পর্তুগালের কোচ ফারনানদো সান্তোস হয়েছেন সেরা ম্যানেজার।

পর্তুগালকে প্রথমবারের মতো ইউরো শিরোপা এবং রিয়াল মাদ্রিদকে ১১তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানোর জন্য রোনালদোকে গ্লোব সকার দেওয়া হয়। কয়েক দিন আগেই চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন সিআর সেভেন।

গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভিডিও বার্তায় নিজ ও দলের সেরা বছর প্রসঙ্গে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বলেন, ‘সম্ভবত এ বছরটিই ছিল আমার ক্যারিয়ারের সেরা সময়। এখনও অনেকেই আমার ব্যাপারে কিংবা আমার ক্লাব রিয়াল মাদ্রিদ ও দেশ পর্তুগালের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে। কিন্তু আপনাদের সামনে প্রমাণ আছে। আমরা সবকিছু জিততে পারি। অসাধারণ একটা বছর। আমি খুবই খুশি। আমি রিয়াল ও পর্তুগালের সতীর্থদের এর জন্য কৃতজ্ঞতা জানাই।’

চলতি বছরের মে মাসে রিয়াল মাদ্রিদকে প্রায় একক নৈপুণ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতিয়েছিলেন রোনালদো। দুই মাস যেতে না যেতেই পর্তুগাল জাতীয় দলকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দেন তিনি। গত সপ্তাহে সিআর সেভেনের নৈপুণ্যে ক্লাব বিশ্বকাপের শিরোপাও ঘরে তোলে রিয়াল মাদ্রিদ।