প্রিন্ট করুন প্রিন্ট করুন

‘রোনালদো নয়, মেসিই সেরা’

 

ক্রীড়া প্রতিবেদক: তারকা খ্যাতিতেৃ তিনিও কম যান না। কিন্তু তিনিও যে মানুষ। ডিয়েগো ফোরলানেরও পছন্দ আর অপছন্দ আছে। উরুগুয়ের এই কিংবদন্তি ফুটবলার জানালেন, তিনি লিওনেল মেসির ভক্ত। উরুগুয়ের এই স্ট্রাইকার অবশ্য সব মোহ কাটিয়ে বললেন, ক্রিশ্চিয়ানো রোনালদো নয়, তার মতে মেসিই সেরা।

যেমনটা বলছিলেন তিনি, ‘দেখুন, রোনালদো নিঃসন্দেহে ভালো ফুটবলার। তার মতো সতীর্থ পাশে থাকাটা স্বস্তিদায়ক। কিন্তু যদি আপনি পরিপূর্ণ ফুটবলারের কথা বলেন, তবে অবশ্যই মেসির কথা বলব। আমার মতে, আর্জেন্টাইন এই ফুটবলারই এগিয়ে। রোনালদো নন, মেসিই সেরা।’

ফোরলান এবং মেসি দুজনেরই মিল আছে একটি জায়গায়। তারা কিংবদন্তি ফুটবলার হলেও বিশ্বকাপ জিততে পারেননি। এরই মধ্যে সেই আক্ষেপ নিয়ে ফোরলান অবসর নিয়েছেন। বার্সেলোনার তারকা মেসি অবশ্য খেলা চালিয়ে যাচ্ছেন।

সূত্র: ইন্টারনেট