প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘জামাআ’তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সামরিক প্রধান রণবীর ও তার সহযোগী বাশারকে গ্রেপ্তার করেছেন কক্সবাজারের র্যাব ১৫-এর সদস্যরা।
গতকাল সোমবার ভোরে ব্যাপক গোলাগুলির পর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি আস্তানা থেকে তাদের আটক করা হয়। আটক রণবীর ওই জঙ্গি সংগঠনের শূরা সদস্য ও সামরিক শাখার প্রধান এবং বাশার বোমা বিশেষজ্ঞ।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র?্যাব ১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ল) আবু সালাম চৌধুরী জানান, গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নব্য জঙ্গি সংগঠন ‘জামাআ’তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আস্তানা শনাক্তের পর কক্সবাজারের উখিয়া ৭নং রোহিঙ্গা ক্যাম্পে র্যাব ১৫-এর সদস্যরা অভিযান শুরু করেন।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গির আস্তানা থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। র্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় গোলাগুলি। পরে শীর্ষ এ দুই নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিতে বিশেষ ট্রেন ভাড়া
প্রতিনিধি, সিরাজগঞ্জ: আগামী ২৯ জানুয়ারি রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে ১৫ বগির একটি বিশেষ ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না।
ওই মহাসমাবেশে সিরাজগঞ্জ-২ আসনের নেতাকর্মীদের নিয়ে যেতে এই ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন তিনি। ওই দিনে তার নির্বাচনী এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মীর যাওয়ার জন্য ১৫ বগির এ বিশেষ ট্রেনটি ভাড়া করেছেন তিনি।
সিরাজগঞ্জ বাজার রেলস্টেশন থেকে সকাল ৯টায় ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে বলে জানা গেছে। ট্রেনটি পথে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে ১৫ মিনিট বিরতি দেবে। সেখানে ওই এলাকার নেতাকর্মীদের ট্রেনে ওঠার সুযোগ থাকবে।
প্রধানমন্ত্রীর জনসভা শেষে আবার দলীয় কর্মীদের নিয়ে একই ট্রেনে সিরাজগঞ্জে ফিরে আসবেন তিনি।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের ইনচার্জ মাসুদ রানা ট্রেন ভাড়া নেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৯ তারিখে রাজশাহী যাওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ১৫ বগির একটি বিশেষ ট্রেন ভাড়া করেছেন। ট্রেনটি এখান থেকে সকাল ৯টায় ছেড়ে যাবে।
তিনি আরও বলেন, সেদিন রোববার হওয়ায় সিল্কসিটি বন্ধ থাকার কারণে শিডিউলের কোনো সমস্যা হবে না। এছাড়া ১৫ বগিতে যতগুলো আসন আছে সেসব আসনের ভাড়া দিয়েই ট্রেনটি নিতে হবে। এর বাইরে অতিরিক্ত বগির চাহিদা থাকলে সেটা দেয়া যাবে কিনা, সেটা নির্ভর করবে সেই মুহূর্তে অতিরিক্ত বগি আছে কিনা তার ওপর। যদি থাকে সেটাও অন্যান্য বগির মতোই ভাড়ায় নিতে হবে।
জানা গেছে, ট্রেনের প্রতিটি বগিতে প্রায় ২৫০ জন করে যাবেন। তবে সব মিলিয়ে এমপির নির্বাচনী এলাকা থেকে প্রায় ৫ হাজার নেতাকর্মীর এ জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে বলে জানা গেছে। প্রয়োজনে আরও কয়েকটি বগি ভাড়া নিয়ে এই বিশেষ ট্রেনে সঙ্গযুক্ত করা হতে পারে।
এ ছাড়াও সেখানে নেতাকর্মীর আপ্যয়নের ব্যবস্থাও করবেন এমপি।
এ ব্যাপারে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, স্থানীয় এমপির ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন প্রশংসনীয়।
প্রসঙ্গত, আগামী ২৯ জানুয়ারি রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।