Print Date & Time : 1 July 2022 Friday 2:23 pm

লভ্যাংশ ঘোষণা করেছে হাইডেলবার্গ সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া অর্থবছরে ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে । গতকাল মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৬৯ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ৯৮ টাকা ৯৬ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১১ মে, ২০১৭। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।

উল্লেখ্য কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এৎ ক্যাটাগরিতে অবস্থান করছে।