নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বোনাস লভ্যাংশ পাঠিয়েছে পুজিঁবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ আজ (বুধবার) বিও হিসাবে ও নগদ পাঁচ শতাংশ লভ্যাংশ বিনিয়োগকারী ব্যাংক আকাউন্টে পাঠিয়েছে তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড।
তথ্য ও প্রযুক্তি খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানি অগ্নি সিস্টেমস ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫শতাংশ বোনাসসহ মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৫ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। কোম্পানিটির মোট প্রায় ছয় কোটি ৫৮ লাখ শেয়ারের ১১ দশমিক ৪০ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে, ২৪ দশমিক ৪৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে এবং ৬৪ দশমিক ১৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
প্রকৌশল খাতের অপর কোম্পানি বিডি অটোকার্স লিমিটেড ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের তিন শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষনা করেছে।
এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ছয় টাকা ৪৮ পয়সায় দাঁড়িয়েছে। কোম্পানিটির মোট ৩৭ লাখ শেয়ারের ৪১ দশমিক ৯৯ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে, সাত দশমিক ৪৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে এবং ৫০ দশমিক ৫৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।