নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। আর এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও সম্পদ (এনএভি) আগের বছরের তুলনায় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৮ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে ৬৮ পয়সা। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাসে (জানুয়ারি-জুন, ২০২১) ইপিএস হয়েছে এক টাকা ৮৫ পয়সা, যা আগের বছর একই সময় ৭৩ পয়সা ছিল। এছাড়া ২০২১ সালের ৩০ জুন তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮০ পয়সা, যা ২০২০ সালের ৩১ ডিসেম্বরে ছিল ১৪ টাকা ৮৯ পয়সা। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে এনএভিপিএস ৯১ পয়সা বেড়েছে।
আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে দুই টাকা ৮২ পয়সা, অথচ আগের বছর একই সময় এক টাকা ৬৯ পয়সা ছিল।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সর্বশেষ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা তিন পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৯ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে তিন টাকা ৯১ পয়সা।
২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি। এক হাজার ৪০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৫৬৭ কোটি ৫৩ লাখ টাকা। কোম্পানিটির মোট ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৬৪ দশমিক ৬৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ১৭ দশমিক শূন্য পাঁচ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী শূন্য দশমিক ৭৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ১৭ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে।