Print Date & Time : 12 April 2021 Monday 6:20 am

লুনা শামসুদ্দোহার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বেক্সিমকো গ্রুপ

প্রকাশ: February 18, 2021 সময়- 12:33 am

নিজস্ব প্রতিবেদক: জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বেক্সিমকো গ্রুপ। গতকাল প্রতিষ্ঠানটির পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়। বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান, ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমান ও বোর্ডের উপদেষ্টা সায়ান এফ রহমান সাক্ষরিত এক শোক বার্তায় জানানো হয়, লুনা শামসুদ্দোহা বেক্সিমকো গ্রুপের ঘনিষ্টজন ছিলেন।

তিনি বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালক রিম শামসুদ্দোহার মা। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লুনা শামসুদ্দোহা। তার মৃত্যুতে বেক্সিমকো পরিবার গভীরভাবে শোকাহত।

রাষ্ট্রীয় মালিকানাধীন কোন ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান ছিলেন লুনা শামসুদ্দোহা। এ ছাড়া তিনি দোহাটেক নিউ মিডিয়া নামের একটি সফটওয়্যার এর চেয়ারম্যানও ছিলেন। তিনি ‘বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি’ (বিডব্লিউআইটি) বা প্রযুক্তিতে বাংলাদেশি নারী’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ছিলেন।

দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলাদেশ বিজনেস এওয়ার্ড-২০১৭।