নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালও সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত থাকলেও তিন কার্যদিবস পর সূচকের উত্থান দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরু থেকে শেষ সময় পর্যন্ত সূচকের উত্থান-পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে ছয় হাজার ৪৯৬ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ বেড়ে এক হাজার ৪১৫ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ বেড়ে দুই হাজার ৩২৩ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে ৯ কোটি ৬১ লাখ টাকা। এদিন ২২ কোটি ৩৯ লাখ ৮২ হাজার ১৫৯টি শেয়ার ২ লাখ ৬ হাজার ২৬৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৭১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত ছিল ১৮৬টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৫৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেডের ১৪৮ কোটি ৬৪ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৭২ কোটি ৭৪ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৬৩ কোটি ৮৮ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৫৯ কোটি ৩১ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৫৭ কোটি ১৮ লাখ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৫০ কোটি ৫৬ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪২ কোটি ৭০ লাখ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৩৫ কোটি ১১ লাখ এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ২৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ইস্টার্ন কেবলস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৯ দশমিক ৩৬ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৯ দশমিক ০৯ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের ৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকস লিমিটেডের ৫ দশমিক ৬৪ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৪ দশমিক ৭১ শতাংশ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৪ দশমিক ৬৪ শতাংশ এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৪ দশমিক ০২ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ বেড়ে ১১ হাজার ৪৯৬ দশমিক ৬২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৬ দশমিক ৪৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ বেড়ে ১৯ হাজার ১৮০ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত ছিল ১০৯টির দর। সিএসইতে এদিন ১০১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।