প্রিন্ট করুন প্রিন্ট করুন

লেনদেন ত্রুটিতে ডিএসইর দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ট্রেডিং সিস্টেমে কারিগরী সমস্যার কারণে আজ সকাল ১০‌টা ৫৮ মিনিটে ডিএসই’র লেনদেন বন্ধ হয়ে যায়। ডিএসই’র আইটি এবং নাসডাক টিমের যৌথ প্রচেষ্টায় এই সমস্যার সমাধান করে দুপুর ২ টা ১০ মিনিটে পুনরায় লেনদেন শুরু করে, যা দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত চলে। এই অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য ডিএসই কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। ডিএসইর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে আজ সোমবার সকাল ১০ টা ৫৮ মিনিটে কারিগরি ত্রুটির কারণে ডিএসইর লেনদেন বন্ধ হয়ে পড়ে। দুপুর ১টা ৫০ মিনিটে স্বাভাবিক নিয়মে লেনদেন বন্ধ হওয়ার কথা থাকলেও কারিগরি ক্রুটির কারণে লেনদেন বন্ধ ছিল প্রায় ৩ ঘণ্টা। এই সময়ে লেনদেনের সাথে ডিএসইর ওয়েবসাইট আপডেটও বন্ধ ছিল।