নিজস্ব প্রতিবেদক: সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের মতো গতকাল সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে এদিন লেনদেন কমে ৩০০ কোটি টাকার নিচে নেমেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে ছয় হাজার ১৯৩ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৪ দশমিক ০৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ১ হাজার ৩৪৫ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৭০ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ কমে দুই হাজার ২১০ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ২৭২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৪৫ কোটি ৫৪ লাখ টাকা কমেছে। এদিন ৪ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ৮১৪টি শেয়ার ৬৮ হাজার ১৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ২৮৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত ছিল ২০১টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ইস্টার্ন হাউজিং লিমিটেড। কোম্পানিটির ২০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ১৯ কোটি ৮৯ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৮ কোটি ২২ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ১২ কোটি ১৬ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১২ কোটি ৯ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ কোটি ৬৯ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৮ কোটি ৪৩ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৭ কোটি ৯৫ লাখ, আলহাজ টেক্সটাইল লিমিটেডের ৬ কোটি ৫৬ লাখ এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৯ দশমিক ৭০ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইনটেক লিমিটেডের ৫ দশমিক ৬৯ শতাংশ, ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ৬ দশমিক ৮৪ শতাংশ, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৪ দশমিক ৭৯ শতাংশ, বাংলাদেশ অটোকারস লিমিটেডের ৪ দশমিক ৫৩ শতাংশ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৩ দশমিক ৯৪ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৬২ শতাংশ, বঙ্গজ লিমিটেডের ২ দশমিক ৯২ শতাংশ, বাটা শু কোম্পানি লিমিটেডের ২ দশমিক ২৫ শতাংশ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ১৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।
আর ডিএসইতে গতকাল দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ দশমিক ৮৮ শতাংশ, এর পরের অবস্থানে থাকা হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের ৫ দশমিক ১৬ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৪ দশমিক ৯৯ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ দশমিক ৫৫ শতাংশ এবং বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের ৩ দশমিক ৭৬ শতাংশ শেয়ারদর কমেছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২৮ দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে ১০ হাজার ৯৫৮ দশমিক ২৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে ১৮ হাজার ২৭৯ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত ছিল ৪৮টির দর। সিএসইতে গতকাল মোট ৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৭ কোটি ১৯ লাখ টাকার।