নিজস্ব প্রতিবেদক: সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালও সূচকের পতন অব্যাহত রয়েছে। তবে এদিন আগের দিনের মতো গতকালও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৫৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে ছয় হাজার ২১৩ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে ১ হাজার ৩৫৩ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ কমে দুই হাজার ২১৫ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৬০৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৪৩ কোটি ৫৩ লাখ টাকা বেড়েছে। এদিন ৮ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ১৫৭টি শেয়ার এক লাখ ৯ হাজার ৪০৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩০৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত ছিল ১৭৫টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৫০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০ কোটি ৪৯ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ কোটি ৫৭ লাখ, এডিএন টেলিকম লিমিটেডের ২৮ কোটি ২৪ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ২১ কোটি ৭২ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২০ কোটি ৯১ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ২০ কোটি ৩৬ লাখ, বিডিকম অনলাইন লিমিটেডের ১৩ কোটি ৯০ লাখ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ কোটি ৬০ লাখ এবং বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের ১১ কোটি এক লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গতকাল ৬ দশমিক ৩৬ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের ৩ দশমিক ৩৭ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ দশমিক ৮৭ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ দশমিক ৭৬ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ১ দশমিক ৫৪ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ দশমিক ১৭ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের শূন্য দশমিক ৯৮ শতাংশ, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের শূন্য দশমিক ৭৪ শতাংশ, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের শূন্য দশমিক ৫৭ শতাংশ এবং নাভানা সিএনজি লিমিটেডের শূন্য দশমিক ৪৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।
আর ডিএসইতে গতকাল দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ দশমিক ৯৭ শতাংশ, এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৪৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ৭ দশমিক ৯৫ শতাংশ, মুন্নুœু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ৭ দশমিক ৪৬ শতাংশ এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ২৭ শতাংশ শেয়ারদর কমেছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২৩ দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ কমে ১০ হাজার ৯৯৯ দশমিক ৭৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪০ দশমিক ৬৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ কমে ১৮ হাজার ৩৪৯ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত ছিল ১০৬টির দর। সিএসইতে গতকাল মোট ৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৭ কোটি ৪ লাখ টাকার।