প্রিন্ট করুন প্রিন্ট করুন

লোকসানে আলহাজ্ব টেক্সটাইল

দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি ২১ পয়সা

নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড। আর আলোচিত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ২১ পয়সা লোকসান গুনেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা (লোকসান), যা আগের বছর একই সময় ছিল ৯ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় ৩০ পয়সা কমেছে। অন্যদিকে প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা (লোকসান), আগের বছরের একই সময়ে যা ছিল ১২ পয়সা। অর্থাৎ প্রথমার্ধের হিসাবে শেয়ারপ্রতি আয় ১৭ পয়সা কমেছে। এছাড়া ২০২২ সালের ৩১ ডিসেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৪৭ পয়সা, যা ২০২২ সালের ৩০ জুনে ছিল ৯ টাকা ৫২ পয়সা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৫৩ পয়সা (ঘাটতি), আগের বছর একই সময়ে যা ছিল ৯৫ পয়সা।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য তিন শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। ৩০ জুন, ২০২২ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯ টাকা ৫২ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা (ঘাটতি), আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৭০ পয়সা।

এর আগে ৩০ জুন ২০২০ ও ২০১৯ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা লোকসান এবং ৩০ জুন ২০২০ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮ টাকা ৪৫ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ৩০ পয়সা। আর ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে ইপিএস হয়েছে এক টাকা ৮৮ পয়সা লোকসান, এনএভি হয়েছে ৯ টাকা ৩৮ পয়সা আর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে আট টাকা সাত পয়সা।

কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২২ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানির মোট দুই কোটি ২২ লাখ ৯৮ হাজার ৫৪৯টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে ২৫ দশমিক ৬৩ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের, প্রাতিষ্ঠানিক ১৮ দশমিক ৮৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৩৮ শতাংশ বা ৫০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১৩২ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ২ লাখ ৪৫ হাজার ৭৮টি শেয়ার মোট ৫২৫ বার হাতবদল হয়, যার বাজারদর ৩ কোটি ২৫ লাখ টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ১৩২ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ১৩৩ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৮৫ টাকা ৪০ পয়সা থেকে ১৪৯ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে।