Print Date & Time : 1 July 2022 Friday 2:01 pm

শতাধিক কিশোরীর সাইক্লিং

 

শেয়ার বিজ ডেস্ক: ঠাকুরগাঁও জেলায় বাল্যবিয়ে, যৌতুক, ইভ টিজিং, মাদকাসক্তি ও জঙ্গিবাদবিরোধী কিশোরীদের সাইক্লিং আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। শনিবার আড়াই শতাধিক কিশোরী এ সাইক্লিংয়ে অংশ নেয়। খবর জাগো নিউজ।

পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পুরো জেলার ১০৯ কিলোমিটার এলাকাজুড়ে আড়াই শতাধিক কিশোরী সাইকেল চালিয়ে বাল্যবিয়ে, যৌতুক, ইভ টিজিং, মাদকাসক্তি ও জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা বাড়াতে সাইক্লিং করে। ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারহাত আহমেদ, বিজিবির পরিচালক তুষার বিন ইউনুস, পিকেএসএফের উপব্যবস্থাপক আবদুল কুদ্দুস, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, অনুষ্ঠান কর্মসূচির আহ্বায়ক সেলিমা আক্তার প্রমুখ।