নিজস্ব প্রতিবেদক : তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রোলড স্টিলসের পরিচালনা পর্ষদ সভা আগামী শনিবা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্যমতে, আগামী শনিবার দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠিতব্য পর্ষদ সভায় কোম্পানিটির ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের (দ্বিতীয় প্রান্তিক) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসইর লিস্টিং রেগুলেশনের ১৬ এর ১ উপ-ধারা অনুযায়ী ডিএসইকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, ২০০৬ সালে তালিকাভুক্ত এস আলম গ্রুপের ওই কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। সর্বশেষ অর্থবছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।