শেয়ার বিজ ডেস্ক: শরীয়তপুরে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান। ডিজিটাল মেলা উদ্বোধন শেষে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
ওই মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র?্যালিও বের করা হয়। র?্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই র্যালিতে অংশ নেন।
পরে জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খানের সভাপতিত্বে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।