শোবিজ ডেস্ক: এবার ভারতীয় সেনাবাহিনীর পোশাকে পর্দায় দেখা যাবে শহীদ কাপুরকে। পরবর্তী সিনেমা ‘বুল’এ প্যারাট্রুপারের ভূমিকায় দর্শকদের সামনে হাজির হতে চলেছেন শহীদ।
‘বুল’ প্রসঙ্গে শহীদ কাপুর জানান,‘ ব্রিগেডিয়ার ফারুখ বালসারার জীবনকে কেন্দ্র করেই লেখা হয়েছে এ ছবির গল্প ও চিত্রনাট্য। সেই ব্রিগেডিয়ার বালসার যার নেতৃত্বে ১৯৮৮ সালে মালদ্বীপে সেই বিখ্যাত ‘অপারেশন ক্যাকটাস’ চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।
এ ছবি আউট অ্যান্ড আউট অ্যাকশনে ভরপুর। ভারতীয় সেনাবাহিনীর একজন প্যারাট্রুপারের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পেয়ে আমি গর্বিত। আশা করছি দর্শকের কাছে ভারতীয় সেনাবাহিনীর নানান গৌরবময় কীর্তির কথা তুলে ধরতে পারব আমরা এই সিনেমার মাধ্যমে।’
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ এর প্রথম দিকেই শুরু হবে এ সিনেমার শুটিং।