শোবিজ ডেস্ক: মেয়ের বয়ফ্রেন্ড প্রসঙ্গে যথেষ্ট খুঁতখুঁতে শাহরুখ। মেয়ে সুহানার সঙ্গে প্রেম করতে চাইলে প্রেমিককে তাই মানতে হবে বেশ কয়েকটি শর্ত। সম্প্রতি এক ফ্যাশন ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে জানালেন বলিউডের কিং খান। বাদশাহর কাছে তার মেয়ে রাজকন্যাতুল্য। ‘আমি সুহানার জন্য আবার জেলে যেতে রাজি আছি’ এমন মন্তব্য শাহরুখ খানের।
শর্তগুলোর মধ্যে রয়েছে, মেয়ের প্রেমিককে ভালো চাকরি বা ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। সুহানার সঙ্গে তুমি যেমন ব্যবহার করবে, আমিও তোমার সঙ্গে ঠিক তেমন ব্যবহারই করবো।