সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ট্রেনিং একাডেমিতে ‘আরটিজিএস সিস্টেমে ই-পেমেন্টের মাধ্যমে শুল্ক-করাদি, ফি, চার্জ পরিশোধ’ বিষয়ে দিনব্যাপী একটি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আসা ৭৪ জন কর্মকর্তা ও ৬ জন গ্রাহক প্রতিনিধি অংশ নেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক রাফেজা আক্তার কান্তা ও জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী প্রোগ্রামার মো. মনিরুল ইসলাম প্রশিক্ষণ দেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 2 July 2022 Saturday 11:57 am