শোবিজ ডেস্ক: মঞ্চাভিনেত্রী ও সংগীতশিল্পী শিমুল ইউসুফ অসুস্থ। গত শনিবার সন্ধ্যায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এলে উৎকণ্ঠা প্রকাশ করেন শিমুলের ভক্ত, বন্ধু ও শুভাকাক্সক্ষীরা।
শিমুল ইউসুফ ফেসবুক পোস্টে নিজের অসুস্থতার খবর প্রচার করলে বিষয়টি অনেকের নজরে আসে। অনেকেই উৎকণ্ঠা নিয়ে ফোন করে খোঁজ-খবর নেন তিনি কী অবস্থায় আছেন। তবে রাতেই তার স্বামী সাংস্কৃতিকব্যক্তিত্ব ও নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু তার ফেসবুকে পোস্ট করা এক বার্তায় সবাইকে নিশ্চিত করেন, শিমুল ইউসুফ অসুস্থতায় খুবই কষ্ট পাচ্ছেন কিন্তু তার অসুখ প্রাণসংহারী নয়। তিনি লেখেন, শিমুল ইউসুফের কোমরের হাড় ক্ষয়জনিত কারণে প্রায় এক সপ্তাহ ধরে শয্যাশায়ী। তবে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা তার দ্রুত আরোগ্যের চেষ্টা চালাচ্ছেন। এ চিকিৎসা দীর্ঘ সময়ব্যাপী। বেশ কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হবে। চিকিৎসায় তিনি অনেকটা ভালো হয়ে উঠবেন। হাড় ক্ষয়ও রোধ করা যাবে। তবে সে পর্যন্ত অভিনয় ও সংগীত থেকে দূরে থাকতে হবে বলে জানান নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
৫৯ বছর বয়সী শিমুল ইউসুফ তার জীবনের ৫৫ বছর দিয়েছেন মঞ্চ ও সংগীতকে। মাত্র চার বছর বয়সে তিনি কবি সুফিয়া কামালের কোলে বসে প্রথম মঞ্চে গান পরিবেশন করেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ায় শিমুল ইউসুফ কিছুটা বিমর্ষ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত রোগ-ব্যাধিকে পরাজিত করে শিমুল খুব দ্রুত মঞ্চে আবার সরব হয়ে উঠবেন।’