শেয়ার বিজ ডেস্ক : হাড়কাঁপানো শীতে পর্যুদস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লির জনজীবন। কনকনে বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জীবনযাত্রা। এমন পরিস্থিতিতে দিল্লির সব বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারি স্কুলগুলোও একই দিন পর্যন্ত বন্ধ থাকবে। খবর এনডিটিভির।
দিল্লির বেসরকারি স্কুলগুলোয় রবিবার শেষ হয়েছে শীতের ছুটি। আগামীকাল সোমবার থেকে স্কুলগুলো খোলার কথা ছিল। এরই মধ্যে রবিবার দিল্লির শিক্ষা অধিদপ্তরের এক সার্কুলারে বলা হয়, ‘দিল্লিতে চলমান শৈত্যপ্রবাহের কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত সব বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।’
কয়েক দিন ধরেই দিল্লিসহ এর আশপাশের এলাকার তাপমাত্রা কমছিল। তবে রবিবার শীতের প্রকোপ ছিল সবচেয়ে বেশি। সকালে সফদারজং আবহাওয়া কেন্দ্রে দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।