প্রিন্ট করুন প্রিন্ট করুন

শেখ মোহাম্মদ বিন জায়েদ আমিরাতের নতুন প্রেসিডেন্ট

শেয়ার বিজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর এক দিন পর গতকাল দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। খবর: আল জাজিরা।

আমিরাতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ডব্লিউএএমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ফেডারেল সুপ্রিম কাউন্সিল শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। শেখ মোহাম্মদের সৎ ভাই শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বেশ কয়েক বছর ধরে নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত শুক্রবার ৭৩ বছর বয়সে প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মৃত্যুবরণ করেন। এর এক দিনের মাথায় শোকসভার আয়োজন করা হয়ে। সেখানে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। শেখ খলিফা ১৯৪৮ সালে জš§গ্রহণ করেন। তিনি আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি ও আবুধাবির ১৬তম শাসক ছিলেন।

গতকাল আমিরাতের শেখদের শাসিত সাতটি রাজ্যের শাসকরা সুপ্রিম কাউন্সিলের এক বৈঠকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করার সিদ্ধান্ত নেন। নতুন প্রেসিডেন্ট প্রসঙ্গে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মুকতাম টুইট বার্তায় বলেন, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। তার প্রতি আনুগত্যের অঙ্গীকার করছি এবং আমাদের জনগণ তার প্রতি আনুগত্যের অঙ্গীকার করছেন।

৬১ বছর বয়সী শেখ মোহাম্মদ বিন জায়েদ এমবিজেড নামে পরিচিত। আরব দুনিয়ায় উদীয়মান ক্ষমতাধর নেতা হিসেবে বিবেচনা করা হয় তাকে। ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে স্নাতক তিনি। এই ক্রাউন প্রিন্স উপসাগরীয় অঞ্চলের অন্যতম সেরা সামরিক বাহিনীর নেতৃত্বে রয়েছেন। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ১৯৬১ সালে আল আইনে জš§গ্রহণ করেন। তার বাবা আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং মা শেখা ফাতেমা বিনতে মুবারক।