প্রিন্ট করুন প্রিন্ট করুন

শেয়ার কেনাবেচা করবেন বারাকা পাওয়ারের তিন পরিচালক

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেডের পরিচালক আব্দুল বারি কোম্পানিটির ৪৭ লাখ ১৪ হাজার ১৩৮ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। অন্যদিকে কোম্পানিটির দুই করপোরেট ডিরেক্টর এনআরবি ভেঞ্চার (প্রাইভেট) লিমিটেড এবং ফিউশনস হোল্ডিংস (প্রাইভেট) লিমিটেড যথাক্রমে ২০ লাখ ৪৫ হাজার ৫৭৯ শেয়ার এবং ২৬ লাখ ৬৮ হাজার ৫৫৯ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটের মাধ্যমে উল্লিখিত পরিমাণ শেয়ার কেনাবেচা সম্পন্ন হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৪০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২৩৫ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট ২৩ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৬১ শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৩১ দশমিক ৮৭ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ৩০ এবং ৪০ দশমিক ৮৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে দুই টাকা ১৩ পয়সা। ৩০ জুন, ২০২২ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৯ পয়সা (ঘাটতি)। এর আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে দুই টাকা ৯৬ পয়সা। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৯১ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে তিন টাকা ৪৪ পয়সা।

এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর অপরিবর্তিত থেকে প্রতিটি সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৪০০টি শেয়ার মোট দুবার হাতবদল হয়। দিনভর শেয়ারদর ২১ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ২০ টাকা ৭০ পয়সা থেকে ২৬ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়।