প্রিন্ট করুন প্রিন্ট করুন

শেয়ার কেনার আগ্রহ বেশি পাট খাতে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস পতন হলেও তৃতীয় কার্যদিবস গতকাল দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সব সূচক বেড়েছে। সেইসঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল। গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল পাঠ খাতের শেয়ারে। এর ফলে আলোচিত খাতটিতে শেয়ারদর বেশি বেড়েছে। এরপর শেয়ারদর বেশি বেড়েছে ভ্রমণ ও অবকাশ খাতের শেয়ারে। এছাড়া বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে ওষুধ ও রসায়ন এবং আইটি খাতের শেয়ার।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল আগ্রহ বেশি থাকা পাট খাতের শেয়ারদর বেড়েছে তিন শতাংশ। এদিন খাতটিতে মোট তিনটি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে সব শেয়ারের দাম বেড়েছে। দ্বিতীয় স্থানে থাকা ভ্রমণ খাতের শেয়ারদর গতকাল বেড়েছে দুই দশমিক ৯০ শতাংশ। খাতটিতে গতকাল মোট চারটি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে তিনটি কোম্পানির শেয়ারের এবং আর একটি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল শেয়ারদর বৃদ্ধির দিক থেকে তৃতীয় স্থানে থাকা ওষুধ খাতের শেয়ারদর এক দশমিক ৬০ শতাংশ বেড়েছে। আলোচিত খাতটিতে গতকাল মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। খাতটিতে লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ১৪টির দাম বেড়েছে এবং আটটির কমেছে।

এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহের চতুর্থ স্থানে ছিল আইটি খাতের কোম্পানির শেয়ার। এ খাতে গতকাল শেয়ারদর বেড়েছে এক শতাংশ। খাতটিতে গতকাল মোট ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে পাঁচটি কোম্পানির শেয়ার দর বেড়েছে এবং চারটির শেয়ারদর কমেছে।

এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় শেয়ারদর বেশি কমেছে সেবা খাতের কোম্পানির শেয়ারে। খাতটিতে গতকাল শেয়ার দর কমেছে এক দশমিক ৯০ শতাংশ। এরপর বেশি কমেছে সিমেন্ট খাতের কোম্পানির শেয়ারে। এদিন সিমেন্ট খাতে শেয়ারদর কমেছে এক দশমিক ৩০ শতাংশ। শেয়ার দর কমায় তৃতীয় স্থানে থাকা সিরামিক খাতের শেয়ারের দর কমেছে দশমিক ৫০ শতাংশ।

অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয় বেশি লেনদেন হয়েছে ওষুধ খাতে। খাতটিতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক ৩০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা বিবিধ খাতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৭০ শতাংশ লেনদেন হয়েছে। ১৪ দশমিক ৩০ শতাংশ লেনদেন হওয়া প্রকৌশল খাত রয়েছে তৃতীয় স্থানে। গতকাল চতুর্থ স্থানে থাকা কাগজ খাতে ডিএসইর মোট লেনদেনের ছয় দশমিক ১০ শতাংশ লেনদেন হয়েছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৪৪ দশমিক ৮৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ্ সূচক আট দশমিক ৪০ বা দশমিক ৫৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩০ দশমিক ৪৮ পয়েন্টে এবং দুই হাজার ৩৪৩ দশমিক ০৪ পয়েন্টে। ডিএসইতে গতকাল এক হাজার ২৯০ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে পাঁচ কোটি ৪৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৮৪ কোটি ৭৩ লাখ টাকার। গতকাল ডিএসইতে ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৭টির বা ২০ দশমিক ৮৭ শতাংশের, শেয়ারদর কমেছে ১১২টির বা ৩০ দশমিক ৩৫ শতাংশের এবং ১৮০টির বা ৪৮ দশমিক ৭৮ শতাংশের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল।