প্রিন্ট করুন প্রিন্ট করুন

শেয়ার বেচবেন হাক্কানী পাল্পের তিন পরিচালক

নিজস্ব প্রতিবেদক: কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক গোলাম রাসুল মুক্তাদির, মোহাম্মদ গোলাম কিবরিয়া ও মোহাম্মদ গোলাম মোর্শেদ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গোলাম রাসুল মুক্তাদির কোম্পানিটির মোট ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৬টি শেয়ার ধারণ করছেন। আর এ উদ্যোক্তা পরিচালক তার ধারণকৃত শেয়ার থেকে এক লাখ শেয়ার বিক্রি করবেন। অন্যদিকে মোহাম্মদ গোলাম কিবরিয়া কোম্পানিটির মোট ১২ লাখ ৪৫ হাজার শেয়ার ধারণ করছেন। আর এ উদ্যোক্তা পরিচালক তার ধারণকৃত শেয়ার থেকে এক লাখ শেয়ার বিক্রি করবেন। আর মোহাম্মদ গোলাম মোর্শেদ কোম্পানিটির মোট ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৬টি করে ধারণ করছেন। আর এ উদ্যোক্তা পরিচালকও এক লাখ করে শেয়ার বিক্রি করবেন। বর্তমান বাজারদরে (ব্লক মার্কেট) আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন তারা।

কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৯ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ ২৫ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানির মোট এক কোটি ৯০ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪৬ দশমিক ২৬ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক ৩ দশমিক ০৯ শতাংশ ও বাকি ৫০ দশমিক ৬৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে এক শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ৩০ পয়সা (লোকসান) এবং শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৪ পয়সা। এর আগে ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরেও এক শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ২৮ পয়সা (লোকসান) এবং শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯৬ পয়সা।