প্রিন্ট করুন প্রিন্ট করুন

শেয়ার হস্তান্তর করবেন জেনেক্স ইনফোসিসের পরিচালক

নিজস্ব প্রতিবেদক:আইটি খাতের প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালক চৌধুরী ফজলে ইমাম শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, জেনেক্স ইনফোসিসের পরিচালক চৌধুরী ফজলে ইমামের কাছে কোম্পানিটির মোট এক কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৭০৪ শেয়ার রয়েছে। আর তার ধারণ করা শেয়ার থেকে ২৮ লাখ শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে তার ভাই চৌধুরী ফজলে আলমকে উপহার হিসেবে দেবেন। উল্লেখ্য, চৌধুরী ফজলে আলম কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত শেয়ার হস্তান্তরের কাজ সম্পন্ন করবেন জেনেক্স ইনফোসিসের এ পরিচালক।

উল্লেখ্য, কোম্পানিটির মোট ১১ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ৩২৮ শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৩২ দশমিক ৮০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ২৪ দশমিক ৩২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৪২ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে।

কোম্পানিটি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১১৫ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৭১ কোটি ৯০ লাখ টাকা।

এদিকে ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ এবং দুই শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। ৩০ জুন, ২০২২ তাদের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৩ পয়সা।

আর আলোচিত সময়ে তাদের শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ৫ টাকা ৮ পয়সা। এর আগে ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসবাবছরের আর্থিক প্রতিবেদন পযালোচনা করে জেনেক্স ইনফোসিসের পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে তিন টাকা ২২ পয়সা। ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ২২ পয়সা এবং আলোচিত সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে চার টাকা ৮২ পয়সা।