Print Date & Time : 26 May 2020 Tuesday 12:34 pm

শেয়ার হস্তান্তর করবেন শমরিতা হসপিটালের পরিচালক

প্রকাশ: মার্চ ২৩, ২০২০ সময়- ১১:০৫ পিএম

নিজস্ব প্রতিবেদক:সেবা ও আবাসন খাতের কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ড. এবিএম হারুন শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক ড. এবিএম হারুনের মোট ১৭ লাখ পাঁচ হাজার ৩৫৪টি শেয়ারের মধ্য থেকে শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে ছেলে মো. আতিকুল বাশারকে এক লাখ এবং মেয়ে মুনজারিন শাহনাজ নোবেরাকে এক লাখ শেয়ার দেবেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসই’র অনুমোদন সাপেক্ষে উল্লিখিত পরিমাণ হস্তান্তর করবেন।