প্রতিনিধি, শেরপুর : দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা ‘ডপস’ এর আয়োজনে একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা ও বই বিতরণ করা হয়েছে।শনিবার (২১ জানুয়ারী) সকালে শহরের গৌরিপুরস্থ ‘ডপস’ এর ছাত্র মেস-২ প্রাঙ্গনে এ ভর্তি সহায়তা ও বই বিতরণী অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ আশিষ চন্দ্র কর বিজু।
ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য শাহিন মিয়া বিএসপি সঞ্চালনায় ডপস সভাপতি অবসর প্রাপ্ত সেনা সার্জন মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্য অতিথির মধ্যে কবি ও সিনিয়র সাংবাদিক রফিক মজিদ, প্রভাষক মাসুদ হাসান বাদল, প্রভাষক মহিউদ্দিন সোহেল, লেখক হাসান শরাফত, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সাংবাদিক তারিকুল ইসলাম বক্তব্য রাখেন।
এছাড়া ডপস উপকারভোগি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাংবাদিকসহ ডপস এর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। ডপস সদস্য ৫০ জন শিক্ষার্থীকে এবার একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা এবং বই বিতরণ করা হয়।