প্রিন্ট করুন প্রিন্ট করুন

শেরপুরে গ্রীন ভয়েস এর কম্বল বিতরণ

প্রতিনিধি, শেরপুর : ‘ভালবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’ এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন স্মরণে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারী) বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্রায় অর্ধশত শীতার্ত দৃস্টি ও শারীরিক প্রতিবন্ধী, বৃদ্ধাকে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় সভাপতি সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক মারুফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের মধ্য তারিকুল ইসলাম, কাজি মাসুৃম, শামীম হোসেন, হাসান জাহিদ খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।