প্রতিনিধি, শেরপুর : শেরপুরে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার আতিউর রহমান মডেল গার্লস কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব আতিউর রহমান আতিক।
এসময় পুলিশ সুপার মো. কামরুজ্জামান, শেরপুর পৌর সভার মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু প্রমূখ বক্তব্য রাখেন।
সম্মেলনে আলোচনা সভা শেষে দেশ ও জাতীর জন্য দোয়া পরিচালনা করেন শেরপুর মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। এসময় জেলার বিভিন্ন এলাকার কয়েক সহস্রাধিক হাজী উপস্থিত ছিলেন।