নিজস্ব প্রতিবেদক: সময়ের আবর্তে সব কিছুর উত্তরণ ঘটে। বদলে যায় অনেক কিছু। তেমনি দীর্ঘ আট বছরের পটপরিবর্তন হয়ে ব্রডশিটে উত্তরণ ঘটলো শেয়ার বিজের। আর সমাপ্তি ঘটলো ট্যাবলয়েড শেয়ার বিজ পত্রিকার।
বিজয়ের মাসকে বুকে ধারণ করে প্রথম তিথিতে পত্রিকাটি ব্রডশিটে রূপান্তর হয়। আর এ উত্তরণ-মুহূর্তে শেয়ার বিজ পত্রিকা অফিস যেন একটি মিলনমেলায় পরিণত হয়। ফুলে ফুলে সুবাসিত হয়ে যায় কারওয়ান বাজার বিএসইসি ভবনের শেয়ার বিজ পত্রিকার অফিস। বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ মিলনমেলা। অতিথিদের প্রত্যেকেই শেয়ার বিজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মিলনমেলায় যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম, দ্য রিপোর্ট সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু ও নির্বাহী সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক এমডি ও মসলিন ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি উল মারুফ মতিন, মসলিন ক্যাপিটালের ঊর্ধ্বতন কর্মকর্তা সানজিদা পারভিন, মিমকো জুট মিলস লিমিটেডের কোম্পানি সচিব অভিরাম ভৌমিক, সিপি বাংলাদেশ লিমিটেডের হেড অব এইচআর মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত দফতর সম্পাদক নয়ন মুরাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিঞা, যমুনা নিউজ২৪ডটকম-এর সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, ব্যবস্থাপনা সম্পাদক মেহবুবা সাথী ও নির্বাহী সম্পাদক খালেদ ফারুকী, আরটিভির সিনিয়র নিউজ রুম এডিটর ওবায়দুল্লাহ সনি, প্রথম আলোর হেড অব কনটেন্ট (ইংরেজি ওয়েব) খাজা মইন উদ্দিন, শেলটেক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মঈন উদ্দিন, মশিউর সিকিউরিটিজের ব্যবস্থাপক এএল ভট্টাচার্য টুটুল, সিএপিএম ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চন্দন ওয়াসিফ, বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সিদ্দিকী, টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম জাকির হোসেন খান, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সচিব মোজাম্মেল হক চৌধুরী, দৈনিক মানবজমিন-এর চিফ রিপোর্টার লুৎফর রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আক্কাস মাহমুদ, কেপিসি ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী কাজী সাজিদুর রহমান, ফিনিক্স সিকিউরিটিজের পরিচালক ও পুঁজিবাজার বিশ্লেষক এ. কাদির চৌধুরী, বিবার্তা২৪ডটকম-এর বার্তা সম্পাদক হুমায়ুন সাদেক চৌধুরী, বিজিআইসির ব্যবস্থাপক সালাম মাহমুদ, প্রাইম ব্যাংক লিমিটেডের জনসংযোগ বিভাগের প্রধান মনিরুজ্জামান টিপু, এনসিসি ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান আনোয়ার হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পিআরও আমির হোসেন জনি প্রমুখ।