প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগর এলকায় গৃহবধূ মনিকা আক্তার হালিমার হত্যার অভিযোগে আসামীদের শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় স্বজন ও এলাকাবাসীরা অভিযুক্তদের শাস্তির দাবিতে এ মানববন্ধন করেছে। মনিকা বালাশুর নতুন বাজার গ্রামের মনির কড়ালের মেয়ে ও বালাশুর বানিয়াবাড়ির মফিজ আকনের ছেলে কালামের স্ত্রী।
স্বজনরা জানান মনিকা আত্মহত্যা করে নাই, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এখন তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। ৬ দিনেও পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে পারে নাই। তাদের দাবী দ্রুত মনিকার শ্বশুর মফিজ আকন ও শ্বাশুড়ি মাকসুদা বেগমসহ জরিতদের আটককরে আইনের আওতায় এনে ফাঁসীর দাবি জানান।
তবে পুলিশের দাবী হত্যা না আত্মহত্যা তা এখনো সঠিক ভাবে বলা যাচ্ছে না। মানববন্ধনে স্বজনসহ ২ শতাধিক এলাকাবাসী অংশ গ্রহণ করে।
মনিকার মা রাবেয়া জানান, ৬ মাস যাবৎ বিয়ে হয়, মনিকার স্বামী ৩ মাস আগে বিদেশ চলে যায়, এর পর থেকে মেয়ের উপর নানা ভাবে অত্যাচার করে আসছে শ্বশুর বাড়ির লোকজন। শ্বশুর-শ্বাশুড়ি ও দেবর মিলে তাকে গলায় রসি দিয়ে ঝুলিয়ে হত্যা করেছে, এমন দাবী তাদের। তিনি মেয়ের হত্যাকারীদের বিচার চান।
মনিকার ভাই নয়ন জানান, গত ১০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে গিয়ে দেখেন, ঘরের দরজায় তালা আরেক দরজা ভীতর থেকে লাগানো। ঐ দিন রাত ১০ টার দিকে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তারা থানায় গিয়ে অভিযোগ করেন। কিন্তু এখনো কেউ আটক হয নাই, কোন ব্যবস্থা নেয় নাই পুলিশ, তাই আজ তারা মানববন্ধন করছে।
শ্রীনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, অপমৃত্যু মামলা হয়েছে, বিষয়টি তদন্তাধীন আছে। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।