প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান ও বিশেষ অতিথিরা। গতকাল শনিবার শহরের বারিধারা এলাকার নটর ডেম স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সিএসসি ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চান কানু, উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. কবির আহমদ, ক্যাথলিক মিশনের প্রধান পুরোহিত সিএসসি ড. ফাদার জেমস শ্যামল গমেজ প্রমুখ।