প্রিন্ট করুন প্রিন্ট করুন

শ্রীমঙ্গলে ১৮তম চা নিলাম অনুষ্ঠিত

প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ২০২৩ অর্থবছরের শুরুতে ১৮তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয় বিটিআরআই টি, যার কেজি প্রতি বাজার মূল্য ছিল ২৪৫ টাকা। এছাড়া সাবারি টি প্লান্টেশনের গ্রিনটি প্রতি কেজি বিক্রি হয় ৮০০ টাকা। গতকাল বুধবার শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী অফিস জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়। তবে, দেশের সর্বনি¤œ তাপমাত্রা শ্রীমঙ্গলে বিরাজ করায় ঠাণ্ডার প্রভাব পড়েছে বায়ারদের ওপর। তবে, চা নিলামে বায়ার ছিল অন্য নিলামের তুলনায় অর্ধেক।

নিলামে শ্রীমঙ্গলের ৪টি ব্রোকারস হাউস মিলিয়ে প্রায় ৩০ জন বায়ার অংশগ্রহণ করে। এতে এক লাখ ১২ হাজার ৭৭৭ দশমিক ৩০ কেজি চা-পাতা নিলামে ওঠে। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৪৬০ টাকা। এর আগে গত ১৭তম নিলামে ১ লাখ ৪৩ হাজার ৭৮১ দশমিক ১০ কেজি চা পাতা নিলামে ওঠলেও বিক্রি হয় ৫২ হাজার ৩৭ দশমিক ৩০ কেজি। যার মূল্য ৩৬ লাখ ৯৪ হাজার ৬৪৮ দশমিক ৩ টাকা। গড় বিক্রয় মূল্য ছিল প্রতি কেজি ১৭১ টাকা।

শ্রীমঙ্গল ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ শেয়ার বিজকে জানান, ‘শ্রীমঙ্গলে ১৮তম চায়ের নিলাম ছিল। এতে ৪টি ব্রোকার্স হাউস অংশগ্রহণ করছে। প্রায় ১ লাখ কেজির উপরে চা অপারিং হয়েছে। বর্তমানে চায়ের গুণগত মান কমে গেছে। এর জন্য চায়ের বাজার দরও কমে গেছে। আজকের প্রচুর ঠাণ্ডা পড়ার কারণে বায়ারদের উপস্থিতি খুবই কম ছিল। আজকে বিটিআরআইয়ের চা ভালো থাকায় তার দামটা বেশি ছিল। বিটিআরআই টি ২৪৫ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে। আর অন্যান্য চা সর্বনিন্ম ১৩০ টাকা করে বিক্রি হয়। আশা করছি, চায়ের গুণগত মান ভালো হলে বাজারও ভালো হবে। চায়ের দামও বৃদ্ধি পাবে। আজকের বাজারে চা প্রতি কেজিতে ৫০ টাকা পর্যন্ত কমেছে। কারণ চায়ের গুণগত মান ঠিক নেই।’

শ্রীমঙ্গলের উজ্জ্বল টি হাউসের স্বত্বাধিকারী কাজল দাশ শেয়ার বিজকে বলেন, ‘আজ আমি চা ক্রয় করেছি সর্বোচ্চ দামে বিটিআরআই টি এস্টেটের চা-পাতা। যেহেতু এখন সিজনের শেষ সময় তাই চায়ের কোয়ালিটি নিন্মমানের হয়ে গেছে। আজকের সর্বোচ্চ কোয়ালিটির চা আমি মনে করি বিটিআরআই টি এস্টেট এর চা এবং এর মধ্যেও বিভিন্ন ধরনের চা রয়েছে। কম দামেরও ছিল। ক্লোন ছিল, আমি বিটিআরআই বিটি-২ নিয়েছি ২৪৫ টাকা দরে।’