প্রিন্ট করুন প্রিন্ট করুন

শ্রীলঙ্কা-বাংলাদেশ যৌথ ঘোষণাপত্র: দ্বিপক্ষীয় বাণিজ্যে ব্রেক থ্রু আসবে চলতি বছরেই

 

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তিন দিনের বাংলাদেশ সফর শেষে দেশে ফিরেছেন গতকাল। তার সফরে দুদেশের শীর্ষ নেতাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে আর্থিক সহযোগিতার যেসব সমঝোতা হয়েছে তার ভিত্তিতে চলতি বছরেই দুই দেশ নির্বাধ বাণিজ্যের চুক্তি সই করতে পারবে। এছাড়া উপকূলীয় নৌযান চলাচলের বিষয়ও দ্রুত চুক্তি হতে যাচ্ছে। দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে প্রকাশিত যৌথ বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

গতকাল শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সফর উপলক্ষে এ যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। ৩৫ অনুচ্ছেদের সুদীর্ঘ বিবৃতিতে দুই দেশের মধ্যে সই হওয়া একটি চুক্তি ও ১৩টি সমঝোতার বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। শুক্রবার দুই শীর্ষনেতার বৈঠকের পর দুই দেশের কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের ভিসাবিহীন যাতায়াতের বিষয়ে ওই চুক্তি সই হয়। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা ও তথ্য বিনিময়সহ বিভিন্ন বিষয়ে ১৩টি সমঝোতা স্মারকে সই হয়। এসব সমঝোতা স্মারকের মধ্যে সাতটিই ব্যবসা ও বিনিয়োগ-সংক্রান্ত বিষয়ে।

যৌথ বিবৃতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সিরিসেনার বৈঠকের বিস্তারিত তুলে ধরে বলা হয়, দুই নেতা দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি দক্ষিণ এশিয়ার সার্ক ও বঙ্গোপসাগর অঞ্চলের বিমসটেকের মধ্যকার বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন। তারা এ অঞ্চলের শান্তি, স্থিতি, সম্প্রীতি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। এছাড়া জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বৃদ্ধির জন্য বাংলাদেশ বিমানের ফ্লাইট দ্রুত চালুর বিষয়ে প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা।

দ্বিপক্ষীয় বাণিজ্যে ব্রেক থ্রু আসবে চলতি বছরই শ্রীলঙ্কায় সম্প্রতি সাইক্লোন-মোরা আঘাত হানলে বাংলাদেশ থেকে দেওয়া পাঁচ লাখ ডলারের ত্রাণ সহযোগিতা দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান সিরিসেনা। এছাড়া এ সময় দুই নেতা তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, গবেষণা, ইকো-ট্যুরিজম, কৃষি, মৎস্য-প্রাণিসম্পদসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির উপায় অনুসন্ধানের বিষয়ে একমত হন। দক্ষ মানবসম্পদ আদান-প্রদান ও প্রশিক্ষণের ক্ষেত্রেও তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

সফরের বিপরীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আগামী বছর শ্রীলঙ্কা সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলেও যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে শুক্রবার দুই নেতার বৈঠকের পর সংবাদ সম্মেলনে দুদেশের সম্পর্কের এ অগ্রগতিকে একটি ব্রেক থ্রু হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসেন প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার রাষ্ট্রপতি।

উল্লেখ্য, দেশটির পররাষ্টমন্ত্রী, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী, উচ্চশিক্ষা এবং জনপথ প্রতিমন্ত্রী, কৃষি প্রতিমন্ত্রী, অর্থ ও গণযোগাযোগ উপমন্ত্রী, বন্দর ও নৌপরিবহন উপমন্ত্রীসহ সরকারের কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিসহ ৭৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল সফর করে রাষ্ট্রপতির সঙ্গে।

গতকাল ঢাকা ত্যাগ করার আগে সফররত রাষ্ট্রপতি বাংলাদেশ-শ্রীলঙ্কা বিজনেস সংলাপে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ সংলাপ আয়োজন করে।