শেয়ার বিজ ডেস্ক: বাজারকে আরও চাঙা করতে সংস্কার আনার কথা ভাবছে ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। এ সংস্কারে মিউচুয়াল ফান্ডকে পণ্য বাজার বা কমোডিটি মার্কেটে বিনিয়োগের অনুমতি দেওয়াসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। খবর দ্য হিন্দু।
পণ্য বাজারে প্রাণ ফেরানোর লক্ষ্যে ব্যাংকগুলোকেও যাতে কমোডিটি মার্কেটে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা চালাচ্ছে বাজার নিয়ন্ত্রক সেবি।
সেবির চেয়ারম্যান ইউ কে সিন?হা সম্প্রতি বলেছেন, শুধু ব্যাংক নয়, বিদেশি বিনিয়োগকারী সংস্থাগুলোকেও কমোডিটি মার্কেটে বিনিয়োগের অনুমতি দিতে চায় সেবি।
সিনহা ইঙ্গিত দেন, আর মাসখানেকের মধ্যেই মিউচুয়াল ফান্ডগুলোকে এখানে বিনিয়োগের অনুমতি দেওয়া-সংক্রান্ত প্রস্তাবটি কার্যকর হতে পারে।
সম্প্রতি শেয়ারবাজার পরিচালনা-সংক্রান্ত কিছু আইন সংশোধন করেছে সেবি। ফলে এখন থেকে কোনো সংস্থা শেয়ারবাজারের আইন লঙ্ঘন করলে, সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষই তাকে শাস্তি দিতে পারবেন। আগে অল্প কিছু ক্ষেত্র ছাড়া ওই ব্যাপারে শাস্তি দেওয়ার এখতিয়ার ছিল শুধু সেবির।
এছাড়া শেয়ারবাজারে নথিভুক্ত নয়, এমন কোনো বড় সংস্থা অনেক সময়েই নথিভুক্ত অথচ তুলনায় ছোট সংস্থার সঙ্গে মিশে যেতে আগ্রহ দেখায়। এ ধরনের সংযুক্তির ক্ষেত্রে কিছু নিয়ম স্পষ্ট করেছে সেবি।
বাজারের নিয়ম মেনে সংশ্লিষ্ট বড় সংস্থাটিকে তখন নথিভুক্ত সংস্থার মতোই প্রতিষ্ঠানসংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য প্রকাশ করতে হবে।