প্রতিনিধি, লক্ষ্মীপুর : “ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেট পড়ুন নিজের মূল্যবান জীবনকে রক্ষা করুন” এমন স্লোগানকে সামনে রেখে সড়কে সচেতনতামূলক কর্মসূচী পালন করেছেন লক্ষ্মীপুরের পুলিশ প্রশাসন। ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের আয়োজনে বুধবার দিনব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ।
এসময় মোটরসাইকেল আরোহীদের মধ্যে যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হেলমেট পরিধান করে রাস্তায় চলাচল করেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো এবং যারা হেলমেট বিহীন মোটরসাইকেল চালান তাদেরকে সচেতন করেন পুলিশ সুপার। ভয় নয় নিজের জীবন রক্ষার্থে হেলমেট পরিধান করে গতি নিয়ন্ত্রণে রেখে ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সোহেল রানা, সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন ও টিআই (প্রশাসন) প্রবীর কুমার দাসসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুলিশের এধরনের সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান পথচারীরাও।