কভিড মহামারিতে লকডাউনে কর্মহীন হয়ে পড়া সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইফাদ গ্রুপ। গতকাল সকালে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে দুই হাজার শ্রমিক-কর্মচারীকে খাদ্যসামগ্রী দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, আলু, তেল, লবণ, বিস্কিট ও মুড়ি। ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী আবুল কালাম, ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ছাদিকুর রহমান হিরু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 23 May 2022 Monday 2:22 am