Print Date & Time : 23 May 2022 Monday 2:22 am

সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে ইফাদ গ্রুপের খাদ্যসামগ্রী বিতরণ

কভিড মহামারিতে লকডাউনে কর্মহীন হয়ে পড়া সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইফাদ গ্রুপ। গতকাল সকালে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে দুই হাজার শ্রমিক-কর্মচারীকে খাদ্যসামগ্রী দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, আলু, তেল, লবণ, বিস্কিট ও মুড়ি। ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী আবুল কালাম, ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ছাদিকুর রহমান হিরু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি