প্রিন্ট করুন প্রিন্ট করুন

সত্যিকারভাবে খারাপ অবস্থানে বেসিক ব্যাংক: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে বেসিক ব্যাংক সত্যিকারভাবে খারাপ অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে ‘দেশের রাষ্ট্রায়ত্ত বড় ব্যাংকগুলো এখনও তেমন ভালো অবস্থানে নেই’ জানিয়ে তিনি বলেন, ‘তবে তাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে।’

গতকাল বুধবার সচিবালয়ে রাষ্ট্রায়ত্ত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড’ (বিডিবিএল)-এর কাছ থেকে ২০১৫ সালের সরকারি অংশের লভ্যাংশের চেক গ্রহণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে বিডিবিএলের পক্ষ থেকে অর্থমন্ত্রীর হাতে লভ্যাংশ বাবদ ১০ কোটি টাকার চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান মো. ইয়াসিন আলী ও ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমেদ।

অর্থমন্ত্রী বলেন, ‘সত্যিকারভাবে খারাপ অবস্থানে রয়েছে বেসিক ব্যাংক। এর জন্য আমাদের আরও কিছু প্রচেষ্টার প্রয়োজন। তবে এখন যারা ব্যাংকটির দায়িত্বে আছেন, তারা এ বিষয়ে অবহিত ও অভিজ্ঞ। তারা ব্যাংকটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে একটু সময় লাগবে।’

‘অন্য ব্যাংকগুলো আস্তে আস্তে একটা পর্যায়ে এসে যাবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘সোনালী ব্যাংকে সমস্যা থাকবে। কারণ এটি সবচেয়ে বড় ব্যাংক। অনেক ক্ষেত্রে তাদের লস-টস কিছুটা আছে, কারণ লাভজনক নয় এমন কিছু ব্যবসায়িক কাজে আমরাই তাদের পারসুইট করে থাকি। এছাড়া ব্যাংকটি সরকারের নীতিগত নানা কাজে সহযোগিতা করে থাকে।’

মুহিত বলেন, ‘তবে কৃষি ব্যাংকটাকে উদ্ধার করতে হবে। বাণিজ্যিক লোন থেকে কৃষি ব্যাংকের বেরিয়ে আসা উচিত, এটাকে কমপ্লিটলি বন্ধ করে দেওয়া উচিত। এর পরিবর্তে কৃষিঋণকে অধিক কার্যকর করা উচিত। এটা নিয়ে কৃষি ব্যাংককে চিন্তা-ভাবনা করতে হবে, তাদের বিজনেস পলিসি পুনর্গঠন করা উচিত। এখন কৃষি লোন ভালো করছে। আদায়ও ভালো। লোকজন যেমন পয়সা নেয়, তেমনি ফেরতও দেয়।’

প্রসঙ্গক্রমে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের ব্যাংকিং খাত অনেক প্রসারিত হয়েছে। তবে ব্যাংকের সংখ্যা একটু বেশি হয়ে গেছে।’

‘এর মধ্যে কিছু ব্যাংক মার্জার (একীভূত) হয়ে যেতে পারে’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আগে ব্যাংক মারা যেত। এখন আর যায় না।’