প্রিন্ট করুন প্রিন্ট করুন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে সূচকের পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে। তবে আগের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন বেড়েছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ২০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ছয় হাজার ২৮৬ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৫ দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ কমে এক হাজার ৩৬৮ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৪৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে দুই হাজার ২২৬ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৭৫২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৮৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ১০ কোটি ৮ লাখ ৯২ হাজার ৮৮৪টি শেয়ার এক লাখ ৩৬ হাজার ২২৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৪৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত ছিল ১৭১টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ১০১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬৭ কোটি ৬২ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৪৬ কোটি ২১ লাখ,  অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৮ কোটি ১৪ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ২৫ কোটি ১৭ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ২৪ কোটি ৫৯ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ২৩ কোটি ১৩ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ২৩ কোটি ৬ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১৬ কোটি ৪০ লাখ এবং জেমিনি সি ফুড লিমিটেডের ১৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৯ দশমিক ৯৭ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হা ওয়েল টেক্সটাইল লিমিটেড। এর পরের অবস্থানে থাকা লিবরা ইনফিউশনস লিমিটেডের ৬ দশমিক ২২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৫ দশমিক ৮৪ শতাংশ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ৫ দশমিক ৮০ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫ দশমিক ৪৭ শতাংশ, দেশ গার্মেন্টস লিমিটেডের ৪ দশমিক ৯৩ শতাংশ, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ২৩ শতাংশ, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ৩ দশমিক ২২ শতাংশ, এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩ দশমিক ১৬ শতাংশ এবং আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের ২ দশমিক ৮৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ বেড়ে ১১ হাজার ১৪১ দশমিক ৯৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩ দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ বেড়ে ১৮ হাজার ৫৮৬ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত ছিল ৭৫টির দর। গতকাল সিএসইতে মোট ১৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১০ কোটি ৫৬ লাখ টাকা।