নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের প্রথম দিনে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত থাকলেও সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরু থেকে শেষ সময় পর্যন্ত সূচকের উত্থান-পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৬৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়ে ছয় হাজার ৫৩১ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৩ দশমিক ৮২ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ বেড়ে এক হাজার ৪২৩ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে দুই হাজার ৩৩৩ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩১৬ কোটি ৪৫ লাখ টাকা। এদিন ২৮ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৫৩৯টি শেয়ার ২ লাখ ২৭ হাজার ৭০৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৭৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত ছিল ১৭৭টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ১২১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ১০০ কোটি ৯৩ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৭৩ কোটি ৭৪ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৬৬ কোটি ২৫ লাখ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৫৭ কোটি ৩৬ লাখ, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৪ কোটি ৯২ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৪৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা মেট্রো স্পিনিং লিমিটেডের ১০ শতাংশ, বিডিকম অনলাইন লিমিটেডের ৯ দশমিক ৯৫ শতাংশ, বিবিএস কেবলস লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের ৯ দশমিক ৭৯ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৯ দশমিক ৭৪ শতাংশ, কেয়া কসমেটিকস লিমিটেডের ৯ দশমিক ৭২ শতাংশ এবং আমান ফিড লিমিটেডের ৯ দশমিক ১৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৪৩ দশমিক ৪১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ বেড়ে ১১ হাজার ৫৪৫ দশমিক ৭৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭০ দশমিক ৯১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১৯ হাজার ২৬০ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত ছিল ১০৩টির দর। সিএসইতে এদিন ২৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।