প্রিন্ট করুন প্রিন্ট করুন

সপ্তাহের ব্যবধানে ডিএসইর টার্নওভার কমেছে ৭.৯৫%

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক সপ্তাহের ব্যবধানে টার্নওভার কমেছে। এ সময়ে ডিএসইর টার্নওভার কমেছে ৩৭১ কোটি ৫১ লাখ ১৯ হাজার টাকা বা ৭ দশমিক ৯৫ শতাংশ। গেল সপ্তাহে ডিএসইর টার্নওভারের পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার ৩০১ কোটি দুই লাখ ৫৫ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল চার হাজার ৬৭২ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার টাকা। তবে অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আগের সপ্তাহের চেয়ে টার্নওভার সামান্য বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, গেল সপ্তাহে ডিএসইতে ৩৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২২১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারদর।

অন্যদিকে সিএসইতে ২৮৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৯৮টি, কমেছে ৮২টি এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি কোম্পানির শেয়ারদর।

ডিএসইতে গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বাজার মূলধন পরিমাণ ছিল তিন লাখ ৩৭ হাজার ৯৭৩ কোটি ২৩ লাখ ৯ হাজার ৫৫৫ টাকা। শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ ৪১ হাজার ২৪৪ কোটি ১৪ লাখ ৯২ হাজার ৭৮০ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে দশমিক ৯৭ শতাংশ।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৭৯ পয়েন্ট বেড়ে গত সপ্তাহের শেষ দিন পাঁচ হাজার ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে এবং শরিয়া সূচক ডিএসইএস ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৬ পয়েন্টে বেড়ে ১ হাজার ৮১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক সপ্তাহে সার্বিক সূচক সিএসসিএক্স বেড়েছে ১ দশমিক ২৮ শতাংশ। এছাড়া সিএএসপিআই সূচক বেড়েছে ১ দশমিক ৪৯ শতাংশ, সিএসই৫০ সূচক ১ দশমিক ২৫ শতাংশ এবং সিএসআই শরিয়াহ সূচক দশমিক ৬৫ শতাংশ এবং সিএসই৩০ সূচক দশমিক ৫৯ শতাংশ।

সিএসইতে গেল সপ্তাহে টার্নওভারের পরিমাণ ২৮২ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে সামান্য বেড়েছে। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২৫৩ কোটি টাকা।

গত সপ্তাহে ডিএসইর টপ টেন তালিকায় উঠে আসা কোম্পানির মধ্যে রয়েছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, দি পেনিনসুলা চিটাগং লিমিটেড, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডেল্টা স্পিনিং লিমিটেড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা কোম্পানির মধ্যে রয়েছে: ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, এইচআর টেক্সটাইল লিমিটেড, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, রহিমা ফুড করপোরেশন লিমিটেড, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।