প্রিন্ট করুন প্রিন্ট করুন

সবজির দাম কিছুটা কমলেও মাছ-মাংস আগের মতোই চড়া

নিজস্ব প্রতিবেদক: বাজারে শীতকালীন সবজির দাম অন্য সময়ের চেয়ে তুলনামূলকভাবে কম। তবে মাছ-মাংসের মূল্য আগের মতোই চড়া। ক্রেতাদের অভিযোগ, মাছ-মাংসের বাজার দিন দিন নি¤œমধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আর বিক্রেতারা বলছেন, শীতসহ নানা কারণে বাজারে ক্রেতা কম, ফলে ব্যবসাও কমে গেছে।

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে জানা গেছে, পাঙাশ ছাড়া বাজারে ২৫০ টাকার নিচে কোনো মাছ বিক্রি হচ্ছে না। আর সর্বোচ্চ এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে ইলিশ। বাজারে শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা, পাবদা মাছ ৪০০, রুই ৩০০, মৃগেল ২৫০, কাতল ৩০০, কালিবাউস ২৫০, টাকি ৩০০ এবং ছোট পাঁচমিশালি মাছ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কই মাছ ২০০, পাঙাশ ১৬০, চিংড়ি মাছ ৭০০, বাঘা মাছ ৯০০, বাইন মাছ ৫০, চিতল সাড়ে ৫০০ ও বোয়াল ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে শসা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকা, ক্ষীরা ৪০, টমেটো ৫০, কাঁচামরিচ ১৫০, গাজর ৫০ ও আলু ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে এবং ফুলকপি প্রতিটি ৩৫ টাকা, বাঁধাকপি প্রতিটি ৩০ টাকা, শিম কেজিপ্রতি ৩৫ থেকে ৪০, গোল বেগুন কেজিপ্রতি ৭০, আর লম্বা বেগুন কেজিপ্রতি ৪০ এবং লাউ প্রতিটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি প্রতি কেজি ৮০ টাকা, করলা ৮০ টাকা ও পটোল ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ ব্যবসায়ী আবুল হোসেন বলেন, শীতের কারণে বাজারে মানুষ নেই। আর যারা আছে তারাও বাজারে দ্রব্যের দাম বেশি দেখে চলে যাচ্ছে। এছাড়া ফুটপাতের দোকানের কারণে বাজারে ক্রেতা কম।